নমস্কার বন্ধুরা! আজ আমরা আলোচনা করব মেট্রো রেল নিয়োগ ২০২৫ নিয়ে, যা সম্প্রতি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (DMRC)-এর তরফ থেকে, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ পদে আবেদন গ্রহণ করা হচ্ছে। সবচেয়ে বড়ো খবর হলো — এখানে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না, অর্থাৎ যোগ্য প্রার্থীরা সহজ প্রক্রিয়াতেই চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছেন।

বেতন কাঠামো ও পদসংক্রান্ত তথ্য
এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন পদে আলাদা আলাদা বেতন নির্ধারণ করা হয়েছে।
- সিস্টেম টেকনিশিয়ান পদে বেতন প্রতি মাসে ₹৪৬,০০০ পর্যন্ত।
- সিস্টেম সুপারভাইজর বা সিনিয়র সুপারভাইজর পদে বেতন ₹৬৫,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে।
এছাড়াও সিভিল, ফিনান্স, টেলিকম, ইলেকট্রিক্যাল, ই এন্ড এম (Electrical and Mechanical) বিভাগে আলাদা পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত।
- সিভিল ইঞ্জিনিয়ারিং পদে প্রার্থীদের তিন বছরের রেগুলার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা চার বছরের বি.ই./বি.টেক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও বিল্ডিং, স্টেশন বা প্রজেক্ট ওয়ার্কে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- ফিনান্স বিভাগে আবেদন করতে হলে CA (Inter) বা ICWA (Inter) উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- টেলিকম বা ইলেকট্রনিক্স সিস্টেম সুপারভাইজর পদে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা বা ডিগ্রি প্রয়োজন, সাথে CCTV, PA System, বা মেইনটেন্যান্স সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে।
- সিস্টেম টেকনিশিয়ান পদে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবে যদি ITI (NCVT/SCVT) ইলেকট্রিশিয়ান ট্রেডে কোর্স সম্পন্ন করে থাকে।
বয়সসীমা ও বয়সের ছাড়
আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর, এবং সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
- SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছরের ছাড় পাবেন।
- OBC প্রার্থীদের জন্য ৩ বছরের বয়স ছাড় থাকবে।
আবেদন প্রক্রিয়া (Offline Application)
এই নিয়োগের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মোডে। আবেদন ফর্মটি অফিসিয়াল নোটিসের সঙ্গে দেওয়া আছে, যেটি সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্মে আবেদনকারীর — নাম, পিতার/স্বামীর নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ক্যাটাগরি (UR/SC/ST/OBC) ইত্যাদি তথ্য দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে যেমন —
- জন্মতারিখের প্রমাণ (Birth Certificate)
- আধার কার্ড বা অন্যান্য আইডি প্রুফ
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)
- রঙিন পাসপোর্ট সাইজের ছবি
সব ডকুমেন্ট self-attested করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
এই চাকরির সবচেয়ে বড়ো সুবিধা হলো — এখানে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। নির্বাচন হবে দুই ধাপে —
- স্ক্রিনিং টেস্ট (Screening Process)
- মেডিকেল ফিটনেস টেস্ট (Medical Fitness)
যোগ্য ও উপযুক্ত প্রার্থীদের মেডিকেল ফিটনেসের পর চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও ঠিকানা
আবেদন পাঠানোর শেষ তারিখ হলো ৩১ মার্চ, ২০২৬ (31.03.2026)। এই তারিখের পর প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে না। তাই সময়মতো আবেদনপত্র ও সমস্ত ডকুমেন্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
নিয়োগ সংস্থা ও অফিসিয়াল উৎস
এই নিয়োগ বিজ্ঞপ্তি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (DMRC)-এর অফিশিয়াল নোটিস অনুযায়ী প্রকাশিত হয়েছে। তাই এটি একটি সরকারি অনুমোদিত ও নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে।
নিজস্ব ধারণা ও বিচার :
মেট্রোতে চাকরি করতে হলে ঠিক মতো ট্রেনিং এর সাথে সাথে খুব বেশি করে বুদ্ধি খাটিয়ে বিষয় গুলিকে মনে রাখতে হবে কারণ কতো কতো যাত্রী যাতায়াত করে মেট্রো গুলিতে। আর তাদের জীবনের একমাত্র ভরসা শুধু মাত্র মেট্রো চালক ও তাদের পুরো টিম। তাই একটুকু ভুল হাজার হাজার যাত্রীর প্রাণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তাই চালককে একটু চতুর হতে হবে যেটা খুব বেশি একটা কষ্টকর নয়। তাই সবাই ভালো করে পরীক্ষা দাও ট্রেনিং নাও আর ভালো মন দিয়ে চাকরি করো। I wish you all the best.
উপসংহার
মেট্রো রেল নিয়োগ ২০২৫ হলো এমন একটি সুযোগ যেখানে যোগ্য প্রার্থীরা সহজ প্রক্রিয়ায় ভালো বেতনের সরকারি চাকরি পেতে পারেন। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও মেডিকেল ফিটনেসের মাধ্যমে চাকরি পাওয়ার এই সুযোগটি নিঃসন্দেহে অনেকের জন্য বড়ো উপহার। তাই যারা উপযুক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা রাখেন, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগটি হাতছাড়া করবেন না।

Hii! আমি কৃষ্ণেন্দু, আমাদের ওয়েবসাইটে আপনাকে আন্তরিক ভিনন্দন জানাই। আমি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। বিগত 4 বছরের এক্সপেরিন্স এর সাথে আমার তৈরি করা লেখা গুলি আপনাদের সামনে তুলে ধরি। আমার লেখা কন্টেন্ট গুলির পেছনে লুকিয়ে থাকে অনেক রিসার্চ অ্যান্ড প্রাথমিক নলেজ যেগুলো দিয়ে আমি কন্টেন্ট প্রস্তুত করি ও আপনাদের সামনে তা তুলে ধরি। আর এই লেখা গুলি যদি আপনাদের হেল্প ফুল লাগে তাহলে অবশ্যই জানিও।